চ্যাটজিপিটির নতুন মডেল উন্মুক্ত

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৩৪  

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই এর চ্যাটজিপিটির নতুন সংস্করন "ওপেনএআই ও১" এর প্রিভিউ উন্মুক্ত করা হয়েছে। নতুন এ মডেলটি আগের মডেলগুলোর তুলনায় বিজ্ঞানের জটিল সমস্যা, কোডিং এবং গণিত নিয়ে ভালোভাবে যুক্তি দিয়ে সমাধান করতে সক্ষম, যার বুদ্ধিমত্তা হবে পিএইডি লেভেলের, এমনটাই দাবি করেছে কোম্পানিটি।

খবরে বলা হয়, এটি ধীরে ধীরে বেশিরভাগ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

ওপেনএআই  বলছে, "আমরা এই মডেলগুলোকে প্রশিক্ষণ দিয়েছি যাতে সেগুলো কোনো সমস্যা সমাধানের আগে আরও বেশি সময় নিয়ে চিন্তা করে, ঠিক যেমন একজন মানুষ করে। "

ওপেনএআই-এর গবেষক এবং বিজ্ঞানী নোয়াম ব্রাউন নতুন এআই মডেলগুলো সম্পর্কে  বলেন, "ওপেনএআই ও১ মডেলটি কয়েক সেকেন্ড চিন্তা করে। তবে আমরা ভবিষ্যতের সংস্করণগুলোকে ঘণ্টা, দিন, এমনকি সপ্তাহব্যাপী চিন্তা করার ক্ষমতা দিতে চাই।"

মডেলটি (ওপেনএআই ও১) পরীক্ষা করার সময় সেটি পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার কঠিন মানদণ্ডের কাজে পিএইচডি শিক্ষার্থীদের মতো পারফর্ম করেছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।

এছাড়া, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের যোগ্যতা পরীক্ষায় এই মডেলগুলো ৮৩ শতাংশ সমস্যার সঠিক সমাধান করেছে।

ডিবিটেক/বিএমটি